গণকটুলি সিটি কলোনিতে যৌথবাহিনীর অভিযানে আটক ১৫

3 months ago 49

হাজারীবাগের গণকটুলি সিটি কলোনি এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযানে আটক ১৫ দুষ্কৃতকারীর কাছে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

অভিযানের পর উদ্ধার হওয়া সরঞ্জামাদিসহ গ্রেপ্তারকৃতদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Read Entire Article