গণতন্ত্র ও সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: দুলু

গণতন্ত্র প্রতিষ্ঠা ও সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। লালমনিরহাট জেলার পাঁচ উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘প্রেস ফাইভ’- এর লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে দুলু আরো বলেন, উত্তরাঞ্চলের সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রেস ফাইভ ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। “উত্তরের সংযোগ” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (০৬ জানুয়ারি) লালমনিরহাট শহরের হামার বাড়ি হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা, দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস ফাইভ-এর আহ্বায়ক আলতাফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালে

গণতন্ত্র ও সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: দুলু

গণতন্ত্র প্রতিষ্ঠা ও সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

লালমনিরহাট জেলার পাঁচ উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘প্রেস ফাইভ’- এর লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে দুলু আরো বলেন, উত্তরাঞ্চলের সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রেস ফাইভ ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

“উত্তরের সংযোগ” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (০৬ জানুয়ারি) লালমনিরহাট শহরের হামার বাড়ি হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির লোগো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা, দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রেস ফাইভ-এর আহ্বায়ক আলতাফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন প্রমূখ।

এসময় প্রেস ফাইভ-এর উপদেষ্টা রেজাউল করিম মানিক, মেহেদী হাসান জুয়েল, তৌহিদ লিটন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, নূর আলমগীর অণু, ফারুক আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে আনুষ্ঠানিকভাবে প্রেস ফাইভ-এর লোগো উন্মোচন করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow