‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মহানায়কদের স্মৃতি সংরক্ষণে গুরুত্ব দিতে হবে’

2 hours ago 3

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেছেন, দেশ গড়ার কাজে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিগত সময় যেসব মহানায়করা অবদান রেখেছেন তাদের স্মৃতি অবশ্যই সংরক্ষণ করতে হবে। 

তিনি বলেন, বায়ান্নের ভাষা, একাত্তরের মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতি আমরা যেভাবে রক্ষা করার চেষ্টা করেছি, তেমনিভাবে চব্বিশের বিপ্লবের স্মৃতিও আমাদের সংরক্ষণ করতে হবে। ইতিহাসের ভুল ত্রুটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা ইতিহাস ভুলে গেলে ভবিষ্যতে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারব না।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জুলাই বিপ্লবে পাবনায় শহীদ জাহিদুল ইসলামের নামে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

ড. এস এম আব্দুল আওয়াল বলেন, জুলাই পরবর্তী সময়ে দেশ গড়ার লক্ষ্যে আমাদের তীক্ষ্ণভাবে চিন্তা করে আগাতে হবে। আমরা সবকিছু খুব দ্রুত পেতে চাচ্ছি কিন্তু ১৬ থেকে ১৭ বছর ধরে যে সমস্যাগুলো তৈরি হয়েছে যেগুলো দ্রুত সমাধান করা সহজ নয়। সমস্যাগুলো আলাদা করে এড্রেস করে তা আমাদের নিজেদের সমাধান করতে হবে। 

তিনি আরও বলেন, খেলাধুলা আমাদের ম্যাচ জয়লাভ করতে সংকল্প হতে শেখায়। এ মন্ত্র ক্যারিয়ার গঠনে সফল হতে সাহায্য করে। খেলাধুলা থেকে আমাদের ইতিবাচক শিক্ষা নিতে হবে।

শহীদ জাহিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান।

এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

Read Entire Article