গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয়: হাজী ইয়াছিন

গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১নং কালির বাজার উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি ) কালির বাজার এলাকায় আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। কালির বাজার উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এর সভাপতিত্বে দোয়ার মাহফিলে কালির বাজার দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ, ত্যাগ ও সংগ্রাম বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অন

গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয়: হাজী ইয়াছিন

গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১নং কালির বাজার উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ জানুয়ারি ) কালির বাজার এলাকায় আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। কালির বাজার উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এর সভাপতিত্বে দোয়ার মাহফিলে কালির বাজার দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ, ত্যাগ ও সংগ্রাম বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অনুপ্রেরণা জোগাবে।” তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow