গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: মোশাররফ

3 months ago 9

গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই সঠিক সময়ে বর্তমান সরকারকে নির্বাচন দিতে হবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে গুলশান থানা বিএনপি। শুক্রবার (৩০ মে) গুলশান-২ এর ডিসিসি মার্কেট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে ওই মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, এই সরকার বলেছিল তারা জনগণের অধিকার ফিরিয়ে দেবে, সেটাই তাদের প্রধান দায়িত্ব ছিল। কিন্তু সেটা হচ্ছে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই সঠিক সময়ে বর্তমান সরকারকে নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে।

খাদ্য বিতরণ কর্মসূচি শুধু গুলশান এলাকাতেই সীমাবদ্ধ ছিল না। রাজধানীর বিভিন্ন স্থানে- মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি কলেজ, হাইকোর্ট মাজার এলাকা, বাসাবো খেলার মাঠ, ধানমন্ডি আবাহনী মাঠ, ধানমন্ডি কেএফসি, কলাবাগান, ঢাকা মেডিকেল কলেজ ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন স্পটে দিনব্যাপী দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

কেএইচ/এএমএ/এএসএম

Read Entire Article