গণতন্ত্র বেগম খালেদা জিয়ার উপহার : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্র উপহার দিয়ে গেছেন, এটি ধরে রাখার সঙ্গে সঙ্গে সব মানুষের অধিকার, মহিলাদের অধিকার ধরে রাখতে হবে। শনিবার (১০ জানুয়ারি) নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিকেলে নগরীর আগ্রাবাদ সিডিএ বালুর মাঠে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া জীবনের বেশিরভাগ সময় জনগণের অধিকার আদায়ের আন্দোলন করেছেন। জীবনের মাত্র ২৫ ভাগ সময় তিনি ক্ষমতায় ছিলেন, বাকি ৭৫ ভাগ সময় তিনি আন্দোলন-সংগ্রাম করে গেছেন। নির্যাতিত হয়েছেন, জেলে গেছেন কিন্তু কোনো আপোষ করেননি। স্বৈরাচার এরশাদের সঙ্গে অনেকে হাত মিলিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা মিলিয়েছিলেন, এখন যারা ধর্মের রাজনীতি করছেন তারাও হাত মিলিয়েছিলেন। একমাত্র বেগম খালেদা জিয়া হাত মেলাননি, আপস করেননি। ওয়ান-ইলেভনের সময়ও অনেকে আপোষ করেছেন, কিন্তু বেগম জিয়া করেননি

গণতন্ত্র বেগম খালেদা জিয়ার উপহার : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্র উপহার দিয়ে গেছেন, এটি ধরে রাখার সঙ্গে সঙ্গে সব মানুষের অধিকার, মহিলাদের অধিকার ধরে রাখতে হবে। শনিবার (১০ জানুয়ারি) নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিকেলে নগরীর আগ্রাবাদ সিডিএ বালুর মাঠে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া জীবনের বেশিরভাগ সময় জনগণের অধিকার আদায়ের আন্দোলন করেছেন। জীবনের মাত্র ২৫ ভাগ সময় তিনি ক্ষমতায় ছিলেন, বাকি ৭৫ ভাগ সময় তিনি আন্দোলন-সংগ্রাম করে গেছেন। নির্যাতিত হয়েছেন, জেলে গেছেন কিন্তু কোনো আপোষ করেননি। স্বৈরাচার এরশাদের সঙ্গে অনেকে হাত মিলিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা মিলিয়েছিলেন, এখন যারা ধর্মের রাজনীতি করছেন তারাও হাত মিলিয়েছিলেন। একমাত্র বেগম খালেদা জিয়া হাত মেলাননি, আপস করেননি। ওয়ান-ইলেভনের সময়ও অনেকে আপোষ করেছেন, কিন্তু বেগম জিয়া করেননি। আমীর খসরু বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বেগম জিয়া অনেক লোভ দেখিয়েছিল, কিন্তু তিনি আপোষ করেননি। আমাদেরও অনেক লোভ দেখিয়েছিল। আমি যখন জেলে ছিলাম, তখন আমার কাছে লোক পাঠিয়েছিল, মন্ত্রী হতে বলেছিল কিন্তু আমি আপোষ করিনি। কারণ আমরা দেশনেত্রীর কাছ থেকে আপোষহীনতা শিখেছি। তিনি আমাদের আপোষহীন থেকে লড়াই-সংগ্রাম করা শিখিয়েছেন। দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদারের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম সাইফুল আলম, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, বিএনপি নেতা মো. সেকান্দর, হাজী হোসেন, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মিয়াসহ অন্য নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow