গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আগামী তিন মাস তিনি এই দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাতে রাজধানীর তোপখানা রোড়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় সাইফুল হককে এই দায়িত্ব প্রদান করা হয়।  সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিশেষভাবে আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া আগামী জাতীয় নির্বাচনে মঞ্চের প্রার্থিতা চূড়ান্ত করার ব্যাপারেও জোর দেওয়া হয় সভায়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদূর রহমান মান্নার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কে এম জাবের মিয়া, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানী জনশক্তি পার

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আগামী তিন মাস তিনি এই দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাতে রাজধানীর তোপখানা রোড়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় সাইফুল হককে এই দায়িত্ব প্রদান করা হয়। 

সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিশেষভাবে আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া আগামী জাতীয় নির্বাচনে মঞ্চের প্রার্থিতা চূড়ান্ত করার ব্যাপারেও জোর দেওয়া হয় সভায়।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদূর রহমান মান্নার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কে এম জাবের মিয়া, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিম প্রমুখ। 

এ দিকে এই বৈঠকের আগে সেখানে গণতন্ত্র মঞ্চের সাথে গণফোরামের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে নেতারা আলোচনা করেন। বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার বিষয়েও তারা কথা বলেন।

এ বৈঠকে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈঠকে গণফোরামের গণতন্ত্র মঞ্চভুক্ত হওয়া নিয়ে আলোচনা হয়েছে। ছয় দলীয় জোট গণতন্ত্র মঞ্চ থেকে সম্প্রতি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বের হয়ে গেছে। দলটির সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম জোটের সর্বশেষ সমন্বয়ক ছিলেন। বিএনপির নেতৃত্বাধীন বিগত ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র জোট গণতন্ত্র মঞ্চ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow