গণতন্ত্র হারাল এক অভিভাবক, জাতির জন্য অপূরণীয় ক্ষতি : এ বি এম ওবায়দুল

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাতা চ্যান্সেলর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ হারাল গণতান্ত্রিক এক অভিভাবককে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে এবং রাষ্ট্রনায়ক হিসেবে তিনি যে অবদান রেখেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এ ক্ষতি কখনো পূরণ হবার নয়।’ তিনি বলেন, ‘পদবির বাইরেও বেগম খালেদা জিয়া ছিলেন লড়াইয়ের প্রতীক, নীরব সহনশীলতার শক্তি ও অদম্য সাহসের ভাষা। ঝড়ের ভেতর দাঁড়িয়ে থাকা এক দৃঢ়চেতা নারী হিসেবে তিনি অপমান, অবিচার, কারাবাস এবং দীর্ঘ অসুস্থতার মধ্যেও মাথা নত করেননি। ক্ষমতাকে নয়, দায়িত্বকে বেছে নিয়ে দেশকে ভালোবাসার অর্থ তিনি আমাদের শিখিয়েছেন।’  অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম খালেদা জিয়ার বিদেহী আত্মার মা

গণতন্ত্র হারাল এক অভিভাবক, জাতির জন্য অপূরণীয় ক্ষতি : এ বি এম ওবায়দুল
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাতা চ্যান্সেলর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ হারাল গণতান্ত্রিক এক অভিভাবককে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে এবং রাষ্ট্রনায়ক হিসেবে তিনি যে অবদান রেখেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এ ক্ষতি কখনো পূরণ হবার নয়।’ তিনি বলেন, ‘পদবির বাইরেও বেগম খালেদা জিয়া ছিলেন লড়াইয়ের প্রতীক, নীরব সহনশীলতার শক্তি ও অদম্য সাহসের ভাষা। ঝড়ের ভেতর দাঁড়িয়ে থাকা এক দৃঢ়চেতা নারী হিসেবে তিনি অপমান, অবিচার, কারাবাস এবং দীর্ঘ অসুস্থতার মধ্যেও মাথা নত করেননি। ক্ষমতাকে নয়, দায়িত্বকে বেছে নিয়ে দেশকে ভালোবাসার অর্থ তিনি আমাদের শিখিয়েছেন।’  অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবার, সহযোদ্ধা ও দেশবাসীকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।’ এ ছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow