গণতন্ত্রকে ন্যায়ভিত্তিক হতে হবে: ড. সলিমুল্লাহ

3 weeks ago 19

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, গণতন্ত্রকেও আগে একটি পরীক্ষায় পাস করতে হবে। গণতন্ত্রকে ন্যায়ভিত্তিক হতে হবে। ন্যায় মানে যার যার প্রাপ্য তাকে তাকে দিতে হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাহিত্য আন্দোলন ‘ধাবমান’-এর উদ্যোগে আয়োজিত ‘গণতান্ত্রিক বিপ্লবে জাতীয় সংবিধানের রূপরেখা’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারে এ আলোচনার আয়োজন করা হয়।

অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘গত ১৫ বছর আপনারা ঠিকমতো ভোট দিতে পারেননি তা সত্য। আপনাদের কাছে সেটাই মনে হবে দেশের বড় সমস্যা। কিন্তু তার পেছনে অনেক সমস্যা রয়েছে।’

তিনি বলেন, ‘ভোট দিয়ে অনেক কিছুই হচ্ছে না। অনেক কিছু ভোটের আওতায় বাইরে চলে যাচ্ছে। আমাদের দেশে নতুন করে যেভাবে গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে, তা রক্ষা করতে হলে আমাদের ঘরে বসে থাকলে চলবে না। তা নাহলে যেকোনো মুহূর্তে এটি হাতছাড়া হয়ে যেতে পারে। আমাদের মূল দাবি হবে সবার জন্য সমান অধিকার। প্রতিটি ক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করতে হবে।’

ধন-সম্পদের ক্ষেত্রে যদি সমতা প্রতিষ্ঠা করা না হয়, তাহলে শুধু ভোটাধিকার দিয়ে তেমন কিছুরই পরিবর্তন ঘটানো যায় না বলে মন্তব্য করেন ড. সলিমুল্লাহ খান।

তিনি বলেন, ‘আমরা সমাজেও তাই দেখতে পাই। বড় লোকেরা শুধু নির্বাচিত হতে পারে। গরিবদের কাজ শুধু এই পক্ষকে ভোট দাও, নয়তো অন্য পক্ষকে ভোট দাও। গণতন্ত্রের ধারণাকে যদি ভোটের অধিকার থেকে সরিয়ে আনি, তাহলে সবাইকে সমান সুযোগ-সুবিধা দিতে হবে।’

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

Read Entire Article