গণতন্ত্রের কথা বললেই আয়নাঘরে ঢুকানো হতো : লায়ন ফারুক

2 hours ago 6

ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে যারাই গণতন্ত্রের কথা বলতো, তাদেরই আয়নাঘরে ঢুকানো হতো বলে দাবি করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের শাসনামলে নির্যাতন-নিপীড়নের চিত্র তুলে ধরে লায়ন ফারুক বলেন, গত ১৫-১৬ বছরে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকারের শাসনামলে যারাই গণতন্ত্রের কথা বলতেন, তাদেরই আয়নাঘরে ঢুকানো হতো। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ তখন জোর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। সে কারণে তাদের হাতে নির্মম অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হতে হয়েছিল অনেক নিরপরাধ মানুষকে। জীবন দিতে হয়েছে অনেক নারী ও শিশুকে। মানুষের জান-মালের কোনো নিরাপত্তা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না।

তিনি বলেন, অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ দীর্ঘ ১৫-১৬ বছর দেশটাকে আইয়ামে জাহেলিয়াতের যুগ অর্থাৎ অন্ধকার যুগে পরিণত করেছিল। ছাত্র-জনতার গণআন্দোলন দমাতে তাদের ওপর গণহত্যা চালিয়েছিল। সেই খুনি শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ফলে ভারত আমাদের বন্ধু হতে পারে না। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত দেশের মানুষ শান্তি পাবে না।

সংগঠনের সভাপতি মোক্তার আখন্দের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- সাবেক এমপি মো. শামীম কায়সার লিংকন, কৃষক দলের সাবেক নেতা শাহজাহান মিয়া সম্রাট, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।

Read Entire Article