গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংস্কার সম্ভব নয় : হিরণ

6 days ago 11

একটি গণতান্ত্রিক সরকার, রাজনৈতিক দলের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশের সমস্ত সংস্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক গৌরীপুর উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সিধলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় বালিজুরী স্কুল মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

আহাম্মদ তায়েবুর রহমান বলেন, আমাদের নেতা তারেক রহমান অনেক আগেই ৩১ দফা ঘোষণা করে রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির মধ্যেই সমস্ত কিছু আছে। আজকে সংস্কার সংস্কার করে এই অন্তর্বর্তী সরকার সময়ক্ষেপণের চেষ্টা করছেন। কিন্তু সেই সংস্কার দেশনায়ক তারেক রহমান বহু আগেই ঘোষণা করেছে।

সিধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিনের সভাপতিত্বে ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদল নেতা রফিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন বকুল, সাবেক পৌর কাউন্সিলর আতাউর রহমান আতা ,উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, ছাত্রনেতা রিপন সরকার প্রমুখ।

Read Entire Article