গণপিটুনিতে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে: আসিফ নজরুল

5 hours ago 2

মব জাস্টিস, গণপিটুনি, আইন নিজের হাতে তুলে নিলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এ ধরনের ঘটনা ঠেকানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তত রকম পদক্ষেপ নেবো। উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, মব জাস্টিসের যে ঘটনা ঘটেছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা সবাইকে মর্মাহত করেছে। সেটা আমাদের খুবই কষ্ট দিয়েছে। আমরা এরই মধ্যে ব্যবস্থা নিয়েছি। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের ঘটনা ঠেকানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তত রকম পদক্ষেপ নেবো।

তিনি বলেন, পরিষ্কারভাবে বলতে চাই, এখানে কোনোরকম মব জাস্টিস, আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া- এগুলো মানা হবে না। বিচারবর্হিভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মানা হবে না। এগুলো যদি ঘটে, আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

এসইউজে/এমএএইচ/জেআইএম

Read Entire Article