ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির এই গণবিপ্লবের অন্যতম মহানায়ক ছিলেন। আমাদের অনেক কর্মীকে শাহাদাতবরণ করতে হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচারের ভূমিকায় পুনরায় যেন কেউ না আসতে পারে সেজন্য চাই সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন। এই নির্বাচন পদ্ধতি চালু হলে দেশে নির্বাচন কেন্দ্রীক সংকট দূর হবে।
লোকমান হোসাইন বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরাচার সরকার দীর্ঘ ১৬ বছর হত্যা, লুটপাট, গুম, খুনসহ বহু মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল। এমন কোনো অপকর্ম ছিল না যা বিগত সরকারের সন্ত্রাসী বাহিনী করেনি। স্বৈরাচারের সহযোগী এবং জুলাই-আগস্টের গণহত্যায় যারা সম্পৃক্ত ছিল তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বিপ্লব পরবর্তী সময়গুলো আমাদের কর্মীবাহিনী মন্দির ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পাহারা দিয়েছিল, ট্রাফিক দায়িত্বের পাশাপাশি ও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কারে ব্যাপক অবদান রেখেছে যা আপনারা দেখেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সর্বদা জনগণের জন্যই রাজনীতি করে তা এই গণবিপ্লবে আবারও প্রমাণিত হয়েছে। তাই বিদ্যমান ঘুনে ধরা রাজনীতি ও দেশে চলমান সংস্কারে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল হকের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আবদুল মতিনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি সামছুদ্দোহা আশরাফী। বিশেষ বক্তা ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম।