গণভোটের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে : আলী রিয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ গণভোটের বিষয়বস্তু ও গণভোটে হ্যাঁ-এর পক্ষে আলোচনায় বলেছেন, গণভোটের উপকারিতা ইমামদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে হবে। এতে আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে তরুণ ও সব নাগরিক সম্মিলিতভাবে প্রতিরোধ রচনা করেছিলেন এবং একটি ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে তার প্রধানকে পলায়নে বাধ্য করেছিলেন। সে সময় শুধু একজন কথিত প্রধানমন্ত্রী পালিয়ে যাননি তার তৈরি করা পার্লামেন্টারিয়ানরাও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণের রেশ যখন তৈরি হয় তখন পালানো ছাড়া আর কোনো পথ থাকে না।  রোববার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  এ সময় অধ্যাপক আলী রিয়াজ বলেন, আমরা বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কম বেশি পরিচিত। বিশেষ করে গত ১৬ বছরের ইতিহাসের সঙ্গে পরিচিত। গত ১৬ বছর যাবৎ বিশেষ করে ২০০৯-২০২৪ পর্যন্ত বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকরা ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গ

গণভোটের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে : আলী রিয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ গণভোটের বিষয়বস্তু ও গণভোটে হ্যাঁ-এর পক্ষে আলোচনায় বলেছেন, গণভোটের উপকারিতা ইমামদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে হবে। এতে আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে তরুণ ও সব নাগরিক সম্মিলিতভাবে প্রতিরোধ রচনা করেছিলেন এবং একটি ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে তার প্রধানকে পলায়নে বাধ্য করেছিলেন। সে সময় শুধু একজন কথিত প্রধানমন্ত্রী পালিয়ে যাননি তার তৈরি করা পার্লামেন্টারিয়ানরাও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণের রেশ যখন তৈরি হয় তখন পালানো ছাড়া আর কোনো পথ থাকে না। 

রোববার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় অধ্যাপক আলী রিয়াজ বলেন, আমরা বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কম বেশি পরিচিত। বিশেষ করে গত ১৬ বছরের ইতিহাসের সঙ্গে পরিচিত। গত ১৬ বছর যাবৎ বিশেষ করে ২০০৯-২০২৪ পর্যন্ত বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকরা ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। গুম, খুন, হত্যা, লুণ্ঠন এটা আমাদের এই শিক্ষা দিয়েছে যে, এ ব্যবস্থার পরিবর্তন ছাড়া আমরা অগ্রসর হতে পারব না। 

তিনি বলেন, সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জায়গা থেকে আমরা এগিয়ে যেতে চাইবো। তার একটি সম্ভাবনা হচ্ছে গণভোট। 

বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার ইমামরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow