গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

2 weeks ago 11
গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ে ডিপ্লোম‍্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন-ডিক্যাব লাউঞ্জ পরিদর্শনের সময় তিনি এ আহ্বান জানান। উপদেষ্টা বলেন, কূটনীতিকদের মতো সাংবাদিকদের কাছে দেশের স্বার্থ সবচেয়ে বড় হওয়া জরুরি। কূটনৈতিক রিপোর্টাররা সেই দায়িত্ব পালন করে চলেছেন বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন। এসময় পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন জানান, বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলের বিনিময় প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী ৫ জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় এই বিনিময় হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম ও মহাপরিচালক রফিকুল আলমসহ ডিক্যাব নেতারা।
Read Entire Article