গণরুম সংস্কৃতি রুখতে ডাকসু নির্বাচন দরকার: ছাত্র অধিকার পরিষদ

5 months ago 14

গেস্টরুম, গণরুমের সংস্কৃতি রুখতে ডাকসু নির্বাচন দরকার। ডাকসু নির্বাচন না হলে প্রতি হলে দুর্বৃত্তায়নের রাজনীতি ফের শুরু হবে বলে দাবি ছাত্র অধিকার পরিষদের।

শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ছাত্র অধিকার পরিষদের নেতারা।

এসময় লিখিত বক্তব্যে তারা বলেন, ইতোমধ্যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এখন ৪৯ বায়ু পরিবতর্ন হচ্ছে। ২৪ পরবর্তী বাংলাদেশ নয় এটা। ছাত্র অধিকার পরিষদ মনে করে এর কারণ হলো ফ্যাসিবাদ বিরোধীদের মতনৈক্য।

ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার আহ্বায়ক সানাউল্লাহ হক বলেন, আমাদের যৌক্তিক দাবিতে আন্দোলন করতে হবে, এটা প্রত্যাশা ছিলো না। ১১ দিনেও সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি। এটা সরকারের ব্যর্থতা-এর দায় সরকারের নিতে হবে।

এসময় অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন করে তিনি বলেন, অধ্যাপক ড. ইউনূসের সরকার চালাতে সমস্যা হলে তা সবাইকে জানাতে হবে। তার উচিত ছিলো সবাইকে জানানো। তিনি তা না করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জানালেন। কেন শুধু নাহিদ ইসলামের মুখ থেকে আমরা এটা শুনবো?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল হাসান বলেন, অধ্যাপক ড. ইউনূস সাহেবকে দায়িত্ব দিয়ে আমরা একটা সোনার বাংলার স্বপ্ন দেখেছিলাম কিন্তু তা মলিন হয়ে গেছে। নতুন বাংলাদেশ বিনিমার্ণে যে স্বপ্ন ছিলো সেটা হারাতে বসেছি। আমাদের দাবি ছিলো ডাকসু নির্বাচন। তিনজন শিক্ষার্থী এ দাবিতে অনশন করছেন। প্রশাসন জানিয়ে ছিলো মধ্য মে’এর মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। কিন্তু তা হয়নি।

আরেক নেতা বলেন, একটি জঙ্গি সংগঠনের নেতাকে ঢাকা উত্তর সিটির প্রশাসক পদে বসিয়েছে। এই পদ থেকে তাকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। নতুবা কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এফএআর/জেএইচ/জেআইএম

Read Entire Article