গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর

2 weeks ago 16

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন,  জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যাকারীরা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে অনেক আহতরা এখনো সুচিকিৎসা পায়নি। অনেক শহীদ পরিবার কষ্টে দিনাতিপাত করছে, যা জাতি হিসেবে আমাদের জন্য দুঃখজনক। অনতিবিলম্বে জুলাই অভ্যুত্থানে গণহত্যার সঙ্গে যুক্ত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর পল্টনের আল কারীম মিলনায়তনে তার সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ২০২৫ সেশনের নবগঠিত কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুরের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ডাক্তার গোলাম মাওলা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজান, প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম, দাওয়াহ ও দপ্তর সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলিল, অর্থ ও কল্যাণ সম্পাদক এস এম কামরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াস, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আহমাদ শাফি, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আশিক আনোয়ার , কওমি মাদ্রাসা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, আলিয়া মাদ্রাসা সম্পাদক রশিদ আহমাদ রায়হান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল আজিজ নোমান, কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ তুহিন মালিক ও ইবরাহীম নাসারুল্লাহ।

Read Entire Article