‘গণহত্যাকারীদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করতে হবে’

1 month ago 31

গণহত্যাকারীদের বিচারের মাধ্যমে দেশকে কলংকমুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল ইসলাম বলেন, জামায়াত বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশ ও জাতি গঠন এবং নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে জামায়াত নেতাদের আরও বেশি দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসররা এখনো নানাভাবে সক্রিয় থেকে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে ছাত্র-জনতার বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র করছে। গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার মাধ্যমে দেশ ও জাতিকে কলংকমুক্ত করতে হবে। সব ধরনের বৈষম্য দূর করে মানবিক বাংলাদেশ গঠনে জামায়াতের আদর্শিক পথচলা অব্যাহত থাকবে।

থানা আমির মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওলানা আহমদ হোসাইনের পরিচালনায় সমাবেশের শুরুতে দারসুল কোরআন পেশ করেন আলেমে দ্বীন মাওলানা ড. এ এইচ এম সোলায়মান।

কর্মী সমাবেশে আগামী ২০২৫-২৬ সেশনের দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি। ২০নং ওয়ার্ড সভাপতি হিসেবে ওমর ফারুক ইমন, সহসভাপতি হাফিজ সোহেল আহমদ, সিদ্দিকুর রহমান চৌধুরী, সেক্রেটারি হাফি আশরাফ উদ্দিন, সহকারী সেক্রেটারি খন্দকার মাসুদ, ২১নং ওয়ার্ড সভাপতি আবু হাসান, সহসভাপতি মহসিন উদ্দিন আহমদ ও সেক্রেটারি মাজহারুল ইসলাম মুমিন, ৩৬নং ওয়ার্ড সভাপতি সাইফুল্লাহ মোহাম্মদ তোফায়েল ও সেক্রেটারি হাফিজ মাওলানা গোলাম রব্বানীকে মনোনীত করা হয়।

Read Entire Article