গণহত্যাকারীদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : ড. এনামুল

1 hour ago 2

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, অবৈধভাবে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার হাজার হাজার ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে। দেশপ্রেমিক জনতা তাদের প্রত্যাখ্যান করেছে। গণহত্যাকারীদের দেশের রাজনীতিতে পুনবার্সিত হওয়ার কোনো সুযোগ নেই। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনভর সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক গণসংযোগ, লিফলেট বিতরণ, মতবিনিময়, উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লজ্জাজনক পতন ও দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের ফ্যাসিবাদী হিংস্র মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। নিউইয়র্ক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সফরসঙ্গীদের হেনস্থা আওয়ামী লীগের ফ্যাসিবাদী মনোভাবের নগ্ন বহিঃপ্রকাশ। এর মাধ্যমে তারা প্রমাণ করেছে গণহত্যা ও ফ্যাসিবাদী শাসন নিয়ে তাদের ন্যূনতম অনুশোচনা নেই।  

এনামুল হক বলেন, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই রাষ্ট্রকে সংস্কার করতেই আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা প্রণয়ন করেছেন। এর আলোকেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। নাগরিককে তাদের প্রকৃত অধিকার ফিরিয়ে দেওয়া হবে।

তিনি বুধবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। রাতে তিনি নন্দিরফুল গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসার মুহতামিম ক্বারী মাওলানা আব্দুর রকীব দরবস্তী, বিয়ানীবাজার উপজেলা কৃষকদলের আহ্বায়ক আলতাফ হোসেন, বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসার সহসভাপতি আতিকুর রহমান, মানিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, বিএনপি নেতা এমদাদুল হক চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান, বিয়ানীবাজার উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান, লাউতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ছাত্রদল নেতা জুবায়ের আহমদ, আব্দুল কাইয়ুম, মাহিন খান, জিবলু আহমদ, আশরাফুল ইসলাম, আব্দুল হাফিজ শিমুল, হাবিবুর রহমান, ইমরান হোসেন মুন্না, সুয়েবুর রহমান, ইমন আহমদ ও রাফি আহমদ।

Read Entire Article