গণহত্যার রিপোর্ট তৈরির শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল : সাদিক কায়েম

2 hours ago 8

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) কর্তৃক জুলাই গণহত্যার রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে শুরু থেকে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

সাদিক কায়েম বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান ও আওয়ামী গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। আওয়ামী লীগ ও তার পোষা বাহিনীর বর্বর গণহত্যা এখন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ কনসার্ন নয়, আধুনিক বিশ্বের ইতিহাসে এটি একটি কালো অধ্যায়।

তিনি বলেন, ওএইচসিএইচআর থেকে যে তদন্ত রিপোর্ট পেশ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিশ্বের দরবারে ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার দলিল তৈরি হয়েছে। এই রিপোর্টকে দল-মত-নির্বেশেষে ফ্যাসিবিরোধী সব শক্তিকে বহির্বিশ্বে প্রচার করা দরকার।

তিনি আরও বলেন, ওই প্রতিবেদন প্রণয়নে সব স্টেকহোল্ডারই কোনো না কোনোভাবে যথাসম্ভব সহযোগিতা করেছে। রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল আমার। এ কাজের অভিজ্ঞতার মধ্যে জুলাইয়ের কলেবর যে কত বিস্তৃত, কত মানুষের শাহাদাত আর আত্মত্যাগ ছিল, সেটাও উপলব্ধির সুযোগ হয়েছে।

সাদিক কায়েম বলেন, জাতিসংঘের প্রতিবেদন প্রণয়নে প্রতিটি কাজ অত্যন্ত স্বচ্ছতা ও নিরেপক্ষতার সঙ্গে করা হয়েছে। গণ-অভ্যুত্থানের স্টেকহোল্ডারদের কেউই অসহযোগিতা করেননি বরং যাবতীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ধাপে ধাপে।

তিনি বলেন, দিবালোকের মতো স্পষ্ট সত্য জেনে, বুঝেও শুধু রাজনৈতিক স্বার্থ চরিতার্থে একটি তথ্যকে মনগড়া অপব্যাখ্যায় উপস্থাপন না করে আসুন সম্মিলিতভাবে জুলাই গণহত্যার বিচারের দাবিতে সরব হই।

Read Entire Article