চুরি উপমহাদেশে অতি সুপ্রাচীন পেশা। ইহার কারণ, সম্ভবত এইখানে চুরির 'সুযোগ' অধিক এবং সেই সুযোগের সদ্ব্যবহার করিয়াই এই অঞ্চলে চুরি পেশাকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়া গিয়াছে। ফ্রান্সিস বেকন বলিয়াছেন, 'একটি চোরকে পরিপূর্ণ করিয়া তোলে শুধু একটি ভালো সুযোগ।' অর্থাৎ, সুযোগ পাইলেই চোর মহাশয় চুরি করিবার ব্যাপারে দুই বার ভাবিবার অবকাশ রাখেন না। রাজনৈতিক পটপরিবর্তনের পর আমরা ঠিক সেই অবস্থাই প্রত্যক্ষ... বিস্তারিত