গবাদিপশু খামারিদের সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান: হাইকমিশনার

2 hours ago 3

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ বলেছেন, বাংলাদেশে গবাদিপশুর জাত উন্নয়ন, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ও মাংস প্রক্রিয়াকরণে যাবতীয় সহযোগিতা করতে পাকিস্তান সরকার প্রস্তুত। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগ্রহ দেখানো হলে পাকিস্তান যাবতীয় সহযোগিতা করবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আয়োজিত খামারি সম্মেলনে তিনি এ কথা বলেন। বেলা সাড়ে ১১টায় উপজেলার হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সৈয়দ আহমদ মারুফ আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের কৃষি ও পশুপালন রীতি অনেকটা একইরকম। পাকিস্তান দুগ্ধজাত পণ্য প্রক্রিয়া, মাংস উৎপাদন-প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে অনেক উন্নতি করেছে। বাংলাদেশের খামারিরা পরিশ্রমী। বাংলাদেশ সরকার আগ্রহ প্রকাশ করলে সরকারি ভাবে উন্নতজাতের গবাদিপশু সরবরাহ করবে পাকিস্তান। এতে বাংলাদেশের দরিদ্র খামারিরা সমৃদ্ধ হবে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এছাড়া অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ও জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল উপস্থিত ছিলেন।

খামারি সম্মেলনে আলোচক ছিলেন এলডিডিপির প্রকল্প পরিচালক ড. মো. জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আমিনুল হক ও তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম।

এএইচ/এএসএম

Read Entire Article