আমেরিকার সুস্বাদু ফল তিশা চাষ হচ্ছে খাগড়াছড়ির রামগড় পাহাড় অঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের বাগানে। গবেষণার প্রায় ২৪ বছর পর ফলটি দেশে চাষের জন্য উন্মুক্ত করার ব্যাপারে আশার কথা শুনিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা জানান, ২০০২ সালে পরীক্ষামূলকভাবে রামগড়ে তিশার ৫টি চারা গাছ রোপন করা হয়। ২০০৯ সালে ২/১টি গাছে কিছু কিছু ফুল ও ফল আসে। এরপর থেকে গাছগুলো নিবিড় পর্যক্ষেণে রেখে পরিচর্যা করা হয়। পরবর্তীতে সবগুলো... বিস্তারিত