ফরিদপুর শহরে নতুন বাস টার্মিনালে রাখা সাদ পরিবহন নামের একটি বাস গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৫ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গাড়িটির মালিক ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান ছিদ্দিকী কামরুল।
সাদ পরিবহনের সুপারভাইজার গোপাল চন্দ্র দাস জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে বাসটি টার্মিনালে পার্কিং করে রাখেন। পরে গাড়িতেই ঘুমিয়ে পড়েন। হঠাৎ গভীর রাতে গাড়ির মধ্যে আগুনের তাপে ঘুম ভেঙে যায়। তখন জেগে দেখেন, গাড়ির পেছনের অংশে আগুন জ্বলছে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিবুর রহমান বলেন, কামরুজ্জামান ছিদ্দিকীর ওপর এর আগে হামলা হয়েছে। এবার তার মালিকানাধীন বাস পুড়িয়ে দেওয়া হলো। জড়িতদের দ্রুত শাস্তি ও গ্রেফতারের দাবি জানাই।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, তদন্ত করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/এসআর/জেআইএম