রোববার গভীর রাতে দেশে ফিরে কোনো প্রকার বিশ্রাম ছাড়াই ভুটানের ফ্লাইট ধরেছেন বাংলাদেশ নারী দলের দুই ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। এ দুইজনসহ বাংলাদেশের চার নারী ফুটবলার খেলছেন ভুটানের ঘরোয়া লিগে পারো এফসিতে।
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন তারা। পারো এফসিতে খেলা বাংলাদেশের অন্য দুই ফুটবলার হচ্ছেন-সাবিনা খাতুন ও মাতসুশিমা সুমাইয়া।
বাংলাদেশের মোট ১০ ফুটবলার খেলছেন ভুটানের ৩ ক্লাবে। ট্রান্সপোর্ট ইউনাইটেডে মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার , রূপনা চাকমা এবং থিম্পু সিটি এফসিতে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।
আরআই/এমএমআর/এমএস