স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসার সামনে গিয়ে ফেসবুক লাইভে বক্তব্য দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৩টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার বারিধারা ডিওএইচএসের বাসার সামনে ফেসবুক লাইভ করেন ডাকসুর সাবেক এই ভিপি।
ফেসবুক লাইভে নুর বলেন, আমাদের এক সহকর্মীকে অন্যায়ভাবে শেরেবাংলা নগর থানায় আটক করা হয়েছে। তাকে কেন আটক করা হয়েছে তার পরিষ্কার জবাব জানতে এখানে এসেছি।
তিনি বলেন, আমাদের সহকর্মী জিল্লুরকে আটকের খবর পাই। খবরটি জানার পরে সেখানকার ওসি, ডিসি এমনকি ডিআইজি লেভেলে যোগাযোগ করে জানতে পারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল জিল্লর। পরে তার বিরুদ্ধে এনবিআর মামলা করলে তাকে আটক করা হয়।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, এই উপদেষ্টাদের কারও কারও মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হচ্ছে। উপদেষ্টা পরিষদ কার্যত যে অবস্থান নিচ্ছে তাতে দেশকে স্থিতিশীল রাখা সম্ভব নয়।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, যদি উপদেষ্টা পরিষদ থাকে সেটা পুনর্গঠন করতে হবে। প্রয়োজনে গণঅভ্যুথানের অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে।