প্রচণ্ড গরমের এই সময় দিনভর স্বস্তিতে থাকতে চাইলে আরামদায়ক পোশাকের বিকল্প নেই। গরমে আরাম পেতে সুতি পোশাকই সাধারণত বেশি পরা হয়। কারণ ঘাম শোষণের বদলে এই কাপড় ঘাম শুকিয়ে ফেলতে সাহায্য করে। এছাড়া বাতাসের আনাগোনা ঠিক রাখে। ফলে গ্রীষ্মে সুতি পোশাক হতে পারে প্রথম পছন্দ। তবে হঠাৎ আসা বৃষ্টিতে ভিজে গেলে আবার সুতি বেশ বিড়ম্বনায় ফেলবে। কারণ সুতি পোশাক সহজে শুকাতে চায় না। বিস্তারিত