গরু ধান খাওয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

1 month ago 24

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গরু ধান খাওয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আস্তমা ও কামরুপদলং গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গরু ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শনিবার কাটাকাটি হয়। এ ঘটনার জেরে সকাল থেকে দুই গ্রামের মানুষের মধ্যে বাগ্‌বিতণ্ডা দেখা দেয়। তাদের মধ্যে উত্তেজনা বেড়ে গেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুপক্ষের ৩০ জন আহত হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, মারামারির আঘাত নিয়ে অনেকেই হাসপাতালে এসেছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। 

ওসি আকরাম আলী বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Read Entire Article