গরুচুরি করতে গিয়ে পিকআপ উল্টে চোর নিহত

1 week ago 11

চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গরুচুরিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান। এ সময় পিকআপ ভ্যানের চাপায় মো. এরশাদ (২৫) নামে গরুচোর চক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে।

এতে মো. মুবিন উদ্দিন (৩২), মো. সোহেল (২৪) ও মো. শুক্কুর (৩৪) নামের অপর তিন সদস্য আহত হয়েছেন।

শনিবার (৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের ফৌজদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় আহত তিনজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত এরশাদ কক্সবাজার জেলার মহেশখালী থানার মাতারবাড়ী এলাকার বাসিন্দা।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার জানান, চোর চক্রের সদস্যরা গরু চুরির উদ্দেশ্যে পিকআপ ভ্যান নিয়ে চকরিয়া থেকে রাতে সীতাকুণ্ডে আসে। পিকআপটি ফৌজদারহাট এলাকা অতিক্রমকালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় পিকআপ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে এরশাদের মৃত্যু হয়। এরশাদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় হতাহত চারজনই আন্তজেলা গরুচোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা রয়েছে।

এম মাঈন উদ্দিন/এফএ/এমএস

Read Entire Article