গহরপুর জামিয়ার ‘পথিকৃৎ শিক্ষক সম্মাননা’ বৃহস্পতিবার

সিলেটের ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিয়া গহরপুরের দুজন শিক্ষক একই প্রতিষ্ঠানে শিক্ষকতার পাঁচ দশক পূর্ণ করেছেন। কীর্তিমান এ দুই শিক্ষকের সম্মানে ‘পথিকৃৎ শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করছে মাদ্রাসা কর্তপৃক্ষ। বৃহস্পতিবার  (৪ ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মাদ্রাসার শিক্ষার্থীরা বলছেন, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস, বরেণ্য বুযুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী (রহ.)- এর রেখে যাওয়া ‘নূরের বাগানে’ এই দুই শিক্ষক দীর্ঘকাল ধরে আসমানী জ্ঞানের আলো ছড়িয়েছেন। তাদের অর্ধশত বছরের শিক্ষকতা অনন্য ও বিরল কীর্তি হিসেবে বিবেচিত হচ্ছে। সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল আল্লামা সায়্যিদ আযহার মাদানী এবং লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। এ ছাড়া অংশগ্রহণ করবেন শিক্ষকের শাগরেদ, শুভানুধ্যায়ী ও ভক্তরা। জামিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি শিক্ষাজীবনের অসামান্য অবদানকে স্বীকৃতি দেবে এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে।

গহরপুর জামিয়ার ‘পথিকৃৎ শিক্ষক সম্মাননা’ বৃহস্পতিবার

সিলেটের ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিয়া গহরপুরের দুজন শিক্ষক একই প্রতিষ্ঠানে শিক্ষকতার পাঁচ দশক পূর্ণ করেছেন। কীর্তিমান এ দুই শিক্ষকের সম্মানে ‘পথিকৃৎ শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করছে মাদ্রাসা কর্তপৃক্ষ। বৃহস্পতিবার  (৪ ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মাদ্রাসার শিক্ষার্থীরা বলছেন, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস, বরেণ্য বুযুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী (রহ.)- এর রেখে যাওয়া ‘নূরের বাগানে’ এই দুই শিক্ষক দীর্ঘকাল ধরে আসমানী জ্ঞানের আলো ছড়িয়েছেন। তাদের অর্ধশত বছরের শিক্ষকতা অনন্য ও বিরল কীর্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল আল্লামা সায়্যিদ আযহার মাদানী এবং লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। এ ছাড়া অংশগ্রহণ করবেন শিক্ষকের শাগরেদ, শুভানুধ্যায়ী ও ভক্তরা।

জামিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি শিক্ষাজীবনের অসামান্য অবদানকে স্বীকৃতি দেবে এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow