গাঁজাসহ দুজনকে ধরে সেনাবাহিনীর হাতে দিলেন শিক্ষার্থীরা

1 month ago 35

ঢাকা-বরিশাল মহাসড়কের আমতলা এলাকায় কুয়াকাটাগামী ইউনিক পরিবহনে তল্লাশি চালিয়ে ১৪ পোটলা (স্কচটেপ মোড়ানো প্যাকেট) গাঁজাসহ দুজনকে ধরে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে নগরীর আমতলার মোড় এলাকায় তল্লাশি চালিয়ে তাদের ধরা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের একটি বাসে সন্দেহ হলে তল্লাশি চালান শিক্ষার্থীরা। এসময় একটি ব্যাগে গাঁজাসহ সীমা নামের এক নারী এবং আব্দুর রব নামের এক ব্যক্তিকে আটক করেন তারা। তাদের বাড়ি বরগুনার আমতলী।

সেখানে সড়কে দায়িত্বরত সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শাওন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে তল্লাশি করতে গেলে আকস্মিক বাসের মধ্য থেকে এক যাত্রী পালিয়ে যান। এছাড়া আটক নারী ও পুরুষ যাত্রী অস্বাভাবিক আচরণ শুরু করেন। এসময় তাদের পায়ের কাছে থাকা তিনটি ব্যাগে তল্লাশি চালিয়ে ১৪ প্যাকেট গাঁজা পাওয়া যায়।

তাৎক্ষণিক বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীরা গাঁজাসহ দুজন আটক করে। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শাওন খান/এসআর/ইএ

Read Entire Article