গাংনীতে বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় রেখে হত্যার হুমকি

1 month ago 17

মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রাম থেকে বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড়ের টুকরো এবং প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে গোপালনগর গ্রামের বটতলা মোড় থেকে গাংনী থানা পুলিশ এগুলো উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সকালে গোপালনগর গ্রামের চায়ের দোকানি আরশাদ আলী প্রথমে এগুলো দেখতে পান। খবর পেয়ে গাংনী থানার এসআই শিমুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তা উদ্ধার করে।

জানা গেছে, আরশাদ আলীর দোকানের পাশেই রাইপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রবিউল ইসলামের মুদি দোকান। হাতে লেখা চিরকুট অনুযায়ী রবিউল ইসলামকে উদ্দেশ্য করে এগুলো রাখা হতে পারে। সাদা কাগজের চিরকুটে লেখা- ‘‘রবিল/মরার জন, তৌরি হয়। বোমা, ও কাপন, পাঠালাম।‘‘ নিচে তিনটি দাগের মধ্যে দুই বার লেখা ‘লাল’ ‘লাল’।

এ বিষয়ে রাইপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীতের বিষয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে এগুলো রাখা হতে পারে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বোমাসদৃশ বস্তু ও আলামত সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আসিফ ইকবাল/এএইচ/এমএস

Read Entire Article