গাইবান্ধায় সিপিবির গণতন্ত্র জাগরণযাত্রা
সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ চার দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির গণতন্ত্র জাগরণযাত্রা বৃহস্পতিবার শেষ হয়েছে। বৃহস্পতিবার শেষদিনে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লাল পতাকা ও ব্যানার-ফেস্টুন নিয়ে পদযাত্রা ও সমবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি গত ১ নভেম্বর থেকে শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণযাত্রা শুরু করে। চারদফা দাবির মধ্যে রয়েছে শ্রমজীবী মানুষের জন্য সর্বত্র রেশনিং ব্যবস্থা চালু, এনজিও ঋণে সুদের হার কমানো, সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার। সমাবেশে জেলা কমিটির সভাপতি অ্যাড. শাহাদত