গাজার জন্য গঠিত বোর্ড অব পিসে আমন্ত্রণ পেলেন যারা
যুদ্ধ–পরবর্তী গাজার শাসন ও পুনর্গঠন তদারকিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ নামে একটি আন্তর্জাতিক কাঠামো গঠনের উদ্যোগ নিয়েছেন। এতে যোগ দেওয়ার জন্য একাধিক বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর এএফপির। এই পরিকল্পনার অধীনে তিনটি কাঠামো থাকবে—একটি প্রধান শান্তি বোর্ড, একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি এবং একটি গাজা নির্বাহী বোর্ড। শান্তি বোর্ডের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প নিজেই। শান্তি বোর্ডে সদস্য হিসেবে থাকছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ধনকুবের মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও ট্রাম্পের সহযোগী রবার্ট গ্যাব্রিয়েল। গাজার প্রশাসনের জন্য গঠিত টেকনোক্র্যাট কমিটির প্রধান করা হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী শাআথকে। গাজা নির্বাহী বোর্ডে থাকছেন স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার, টনি ব্লেয়ার, মার্ক রোয়ান, জাতিসংঘের সাবেক দূত নিকোলাই ম্লাদেনভ, সিগ্রিড কাগ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, কাতারের আলি আল-থাওয়াদি, মিসরের গোয়েন
যুদ্ধ–পরবর্তী গাজার শাসন ও পুনর্গঠন তদারকিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ নামে একটি আন্তর্জাতিক কাঠামো গঠনের উদ্যোগ নিয়েছেন। এতে যোগ দেওয়ার জন্য একাধিক বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর এএফপির।
এই পরিকল্পনার অধীনে তিনটি কাঠামো থাকবে—একটি প্রধান শান্তি বোর্ড, একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি এবং একটি গাজা নির্বাহী বোর্ড। শান্তি বোর্ডের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প নিজেই।
শান্তি বোর্ডে সদস্য হিসেবে থাকছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ধনকুবের মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও ট্রাম্পের সহযোগী রবার্ট গ্যাব্রিয়েল।
গাজার প্রশাসনের জন্য গঠিত টেকনোক্র্যাট কমিটির প্রধান করা হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী শাআথকে।
গাজা নির্বাহী বোর্ডে থাকছেন স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার, টনি ব্লেয়ার, মার্ক রোয়ান, জাতিসংঘের সাবেক দূত নিকোলাই ম্লাদেনভ, সিগ্রিড কাগ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, কাতারের আলি আল-থাওয়াদি, মিসরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ, আমিরাতের রিম আল-হাশিমি ও ইসরাইলি ব্যবসায়ী ইয়াকির গাবে।
এ ছাড়া বোর্ডে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন আলবেনিয়া, আর্জেন্টিনা, কানাডা, সাইপ্রাস, মিসর ও তুরস্কের শীর্ষ নেতারা।
What's Your Reaction?