গাজার বর্বরতা মেনে নিলে আরও অনেক দেশেই এমন পরিস্থিতি হবে

4 months ago 57

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, গাজায় অমানবিক বর্বরোচিত হামলা আমাদের হতভম্ব করে। এ অমানবিকতার জন্য কেউ দুঃখও প্রকাশ করছে না। শিশু মারা যাচ্ছে, হাসপাতাল ও স্কুলে বোমা মারা হচ্ছে। কিন্তু এখন এসব আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে। আমরা এটাকে মেনে নিচ্ছি! কীভাবে এটি সম্ভব! আজ যদি আমরা গাজার এ বর্বতা মেনে নিই, তাহলে আগামীতে আরও অনেক দেশে এটি দেখতে হবে।

রোববার (২ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনের (ডিইউমুনা) আয়োজনে ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা যখন জাতিসংঘ নিয়ে কথা বলবো আমাদের জানতে হবে এটি কেনো গঠন করা হয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল শান্তি প্রতিষ্ঠা, ন্যায় বিচার, মানবাধিকার ও সামাজিক উন্নয়ন। দেখুন ফিলিস্তিনে কী হচ্ছে? আমরা কেনো সেসব সমাধান করতে সক্ষম হচ্ছি না? আমাদের অনেক বৈশ্বিক সমস্যা রয়েছে। কিন্তু আমাদের মধ্যে বৈশ্বিক একতা নেই।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একতার জন্য দেশ স্বাধীন করেছিলাম। বর্তমান প্রধানমন্ত্রীও ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন। আমাদের সফলতার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের পরিবেশ, জলবায়ু পরিবর্তনের জন্য এবং সার্বিক বিষয়ে আমাদের পরিবেশ রক্ষার জন্য একত্রিত হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই রমাদান বলেন, আমাদের সবাইকে আন্তর্জাতিক কুটনীতিতে দক্ষতা বাড়াতে হবে। কুটনীতি শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। কিন্তু এ দুর্নীতিগ্রস্ত আন্তর্জাতিক নিয়মের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ফিলিস্তিনের বর্তমান অবস্থা সবাই জানেন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি আপনারাই ফিলিস্তিনের শিশু, বৃদ্ধসহ নির্যাতিতদের মুক্তি এনে দেবেন, তাদের পক্ষে কথা বলবেন। আমাদের শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ আপনারা এনে দিতে পারবেন।

ফিলিস্তিনের পক্ষে অবস্থানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনোমিস্ট সৈয়দ রাশেদ আল জায়দে, সংসদ সদস্য জারা জেবিন মাহবুব প্রমুখ।

এমএইচএ/এমআইএইচএস/জিকেএস

Read Entire Article