গাজার বাসিন্দাদের এলাকা ত্যাগে বাধ্য করা ‘যুদ্ধাপরাধের’ শামিল
ফিলিস্তিনিদের গাজা ত্যাগে বাধ্য করাকে যুদ্ধাপরাধের শামিল বলে মন্তব্য করেছে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বৃহস্পতিবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার মধ্য দিয়ে ইসরায়েলি বাহিনীর কর্মকর্তারা যুদ্ধাপরাধ করছেন। এইচআরডব্লিউ এ-সংক্রান্ত তথ্যপ্রমাণ জোগাড় করেছে। এ ছাড়া গাজার অনেক এলাকায় ফিলিস্তিনিদের আর ফিরে যাওয়ার উপায় নেই। এটি জাতিগত নিধনের সংজ্ঞার সঙ্গে মিলে যায়। এইচআরডব্লিউর ১৭২ পৃষ্ঠার প্রতিবেদনটি চলতি বছরের আগস্ট পর্যন্ত