গাজার রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল, তবে...

গাজায় অবশিষ্ট শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পরই মিশরের সঙ্গে গাজার একমাত্র সীমান্ত রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল। রোববার রাতে এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর। খবর রয়টার্সের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম ধাপে রাফা ক্রসিং খোলার কথা ছিল। তবে ইসরায়েল শর্ত দিয়েছে, জীবিত জিম্মি ছাড়ার পাশাপাশি মৃত জিম্মিদের দেহও ফেরত দিতে হবে। এ পর্যন্ত সব জিম্মিকে ফেরত দেওয়া হয়েছে, শুধু ইসরায়েলি পুলিশ কর্মকর্তা রান গভিলির মরদেহ বাকি আছে। তাকে উদ্ধার করতে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনারা বিশেষ অভিযান চালাচ্ছে। নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, মরদেহ উদ্ধার হলে ক্রসিং সীমিত আকারে খুলে দেওয়া হবে। এটি কেবল পথচারীদের জন্য এবং ইসরায়েলের নজরদারিতে থাকবে। রাফা ক্রসিং হলো গাজার প্রায় ২০ লাখ মানুষ বাইরে যাওয়া ও ফিরে আসার একমাত্র পথ। ২০২৪ থেকে এর গাজার দিকটি ইসরায়েলি সেনারা নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে ইসরায়েল আরও সেনা প্রত্যাহার করবে এবং হামাস প্রশাসনিক নিয়ন্ত্রণ ছাড়বে।

গাজার রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল, তবে...

গাজায় অবশিষ্ট শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পরই মিশরের সঙ্গে গাজার একমাত্র সীমান্ত রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল। রোববার রাতে এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর। খবর রয়টার্সের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম ধাপে রাফা ক্রসিং খোলার কথা ছিল। তবে ইসরায়েল শর্ত দিয়েছে, জীবিত জিম্মি ছাড়ার পাশাপাশি মৃত জিম্মিদের দেহও ফেরত দিতে হবে।

এ পর্যন্ত সব জিম্মিকে ফেরত দেওয়া হয়েছে, শুধু ইসরায়েলি পুলিশ কর্মকর্তা রান গভিলির মরদেহ বাকি আছে। তাকে উদ্ধার করতে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনারা বিশেষ অভিযান চালাচ্ছে।

নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, মরদেহ উদ্ধার হলে ক্রসিং সীমিত আকারে খুলে দেওয়া হবে। এটি কেবল পথচারীদের জন্য এবং ইসরায়েলের নজরদারিতে থাকবে।

রাফা ক্রসিং হলো গাজার প্রায় ২০ লাখ মানুষ বাইরে যাওয়া ও ফিরে আসার একমাত্র পথ। ২০২৪ থেকে এর গাজার দিকটি ইসরায়েলি সেনারা নিয়ন্ত্রণ করছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে ইসরায়েল আরও সেনা প্রত্যাহার করবে এবং হামাস প্রশাসনিক নিয়ন্ত্রণ ছাড়বে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow