গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩০ ফিলিস্তিনি নিহত

2 weeks ago 19
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৮৩৫ জনে দাঁড়িয়েছে।  বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৯৯ জন। তিনটি স্থানে হামলায় চালিয়েছে ইসরায়েল। এতে এ হতাহতের ঘটনা ঘটেছে।  মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে চলা এ হামলায় গাজায় মোট ৪৪ হাজার ৮৩৫ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ছয় হাজার ৩৫৬ জন। এছাড়া অনেকে পাথরের নিচে আটকে রয়েছেন, ফলে তাদের উদ্ধার করা সম্ভব নয়।  এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘে প্রস্তাব পাস হয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর এই প্রস্তাব পাসের পর এক বক্তব্যে বলেন, ‘গাজা এখন মানবতার জন্য এক যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।’ তিনি বলেন, গাজায় লাখ লাখ মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং সেখানে এখন মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। স্লোভেনিয়ার জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি বলেন, ‘গাজা আর নেই, তা ধ্বংস হয়ে গেছে।’ তিনি আরও বলেন, এই পরিস্থিতি মানবতার জন্য একটি বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া, আলজেরিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর মন্তব্য করেন, ‘ফিলিস্তিনের দুর্দশা নিয়ে চুপ করে থাকার জন্য বিশ্বকে বড় মূল্য দিতে হবে।’
Read Entire Article