গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, শিশুসহ নিহত ২৯

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও খান ইউনিসের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। শনিবার (৩১ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত উপত্যকাটিতে ৬ শিশুসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে সর্বশেষ হামলায় গাজার পুলিশ সদরদপ্তরকে টার্গেট করেছে ইসরায়েলি সেনারা। সেখানে ৭ নিহতসহ বহু মানুষ আহত হয়েছেন। পুলিশের সদরদপ্তর গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় অবস্থিত। এর আগে ভোরে মধ্য গাজায় ৫ জন এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে আরও ৭ জন নিহত হন। সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের এই নতুন হামলাকে বিপজ্জনকভাবে উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছে। তারা বলছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। চার মাস ধরে চলা এ যুদ্ধবিরতি শুরু থেকেই নড়েবড়ে ছিল। ইসরায়েলের দখলদার সেনারা যুদ্ধবিরতি সত্ত্বেও সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই যুদ্ধবিরতির পর ইসরায়েল ৫০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ মধ্য গাজা থেকে জানিয়েছেন, ইসর

গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, শিশুসহ নিহত ২৯
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও খান ইউনিসের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। শনিবার (৩১ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত উপত্যকাটিতে ৬ শিশুসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে সর্বশেষ হামলায় গাজার পুলিশ সদরদপ্তরকে টার্গেট করেছে ইসরায়েলি সেনারা। সেখানে ৭ নিহতসহ বহু মানুষ আহত হয়েছেন। পুলিশের সদরদপ্তর গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় অবস্থিত। এর আগে ভোরে মধ্য গাজায় ৫ জন এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে আরও ৭ জন নিহত হন। সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের এই নতুন হামলাকে বিপজ্জনকভাবে উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছে। তারা বলছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। চার মাস ধরে চলা এ যুদ্ধবিরতি শুরু থেকেই নড়েবড়ে ছিল। ইসরায়েলের দখলদার সেনারা যুদ্ধবিরতি সত্ত্বেও সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই যুদ্ধবিরতির পর ইসরায়েল ৫০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ মধ্য গাজা থেকে জানিয়েছেন, ইসরায়েলের নতুন এ হামলার পর গাজার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সেনারা এতদিন বিক্ষিপ্ত হামলা চালালেও আজ সকাল থেকে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এখন পর্যন্ত এ যুদ্ধে ইসরায়েল ৭১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow