গাজায় নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল, আরও ৩৪ ফিলিস্তিনি নিহত

2 months ago 30

লেবাননে যুদ্ধবিরতি হলেও অবরুদ্ধ গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। শুরু থেকেই তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না আবাসিক ভবনও। এতে নির্বিচারে মারা যাচ্ছেন বেসামরিক নাগরিকরা।

রোববার (১ ডিসেম্বর) গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। সবশেষ হামলাটি করা হয় উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায়। এতে নিহত হন অন্তত ১০ ফিলিস্তিনি।

গাজার এক শীর্ষ মেডিকেল কর্মকর্তা অভিযোগ করে বলেছেন, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন অস্ত্র গাজায় ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। এমন অস্ত্রে মরদেহ নিশ্চিহ্ন হয়ে যায়।

গাজায় ফিলিস্তিনবিষয়ক শরণার্থী সংস্থা জানিয়েছে, ত্রাণকর্মীদের ওপর অব্যাহত হামলার ফলে কারেম আবু সালেম ক্রসিং দিয়ে কার্যক্রম বন্ধ করা হয়েছে।

এর আগের দিন শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন প্রাণ হারিয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলি হামলায় ৪৪ হাজার ৪২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি।

অন্যদিকে লেবাননে মারা গেছেন, তিন হাজার ৯৬১ জন। আহত হয়েছেন ১৬ হাজার ৫২০ জন।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

Read Entire Article