২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি সতর্ক করেছে, প্রতিদিনই এই বিপর্যয়ের মাত্রা ভয়াবহ আকার নিচ্ছে।
ইউনিসেফ বলেছে, গাজায় প্রতি ২০ মিনিটে একজন শিশু নিহত বা আহত হচ্ছে। আইনের ভয়াবহ লঙ্ঘন, মানবিক সহায়তা আটকে দেওয়া, অনাহার, গৃহ, স্কুল, হাসপাতাল ধ্বংস—এটা যেন শৈশবকে ধ্বংস করা। জীবন ধ্বংস করা। এরা শুধু সংখ্যা নয়—এরা শিশু। এমনটা কোনো শিশুরই দেখা উচিত নয়। আর নয়।
২৪ ঘণ্টায় ৬০ ফিলিস্তিনি নিহত
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ২৮৪ জন আহত হয়েছে।
আরও পড়ুন>>
- গাজায় ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে শিশুরা, চাপ বাড়লেও থামছে না ইসরায়েল
- খাবারে পানি মিশিয়ে বেশি দিন চালানোর চেষ্টা গাজাবাসীর, মৃত্যুমুখে শিশুরা
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৪, আগুনে পুড়ে মারা গেলো শিশুরাও
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গাজা সিটি ও খান ইউনিসে চালানো বিমান হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি পুরো পরিবারও রয়েছে।
More than 50,000 children reportedly killed or injured in #Gaza since October 2023.
One child, every 20 minutes.
Grave violations. Blocked aid. Starvation.
Homes, schools, hospitals — destroyed.
This is the destruction of childhood. Of life itself.
These are children. Not… pic.twitter.com/F23RYhsg8R
প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির আল-শান্তি এলাকার ওমর মসজিদের পাশে একটি তাঁবুতে চালানো হামলায় আরাফাত দিব তার স্ত্রী ও তিন সন্তানসহ নিহত হয়েছেন।
সবশেষ এই হতাহতের ঘটনায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৩৮১ জনে। আর আহত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩৮১ জন।
সূত্র: মিডল ইস্ট আই
কেএএ/