ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় সাড়া দিচ্ছে না ইসরায়েল। যুদ্ধ নিয়ে দখলদাররা তাদের অবস্থানও পরিবর্তন করছে না। যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এ তথ্য জানান।
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেন, ইসরায়েলি পক্ষের দুর্ভাগ্যজনকভাবে সাড়া না দেওয়া এবং তাদের অবস্থানের ওপর দৃঢ় থাকাই এর জন্য দায়ী। তা সত্ত্বেও কাতারি ও মিশরের মধ্যস্থতা প্রচেষ্টা থামেনি।
তিনি আরও বলেন, আমরা আমাদের চাপ অব্যাহত রাখব এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখব। যাতে তারা ইসরায়েলি পক্ষকে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণের জন্য চাপ দেয়। এ প্রস্তাব আমেরিকান মধ্যস্থতাকারী স্টিভ উইটকফের উপস্থাপিত উদ্যোগের ওপর ভিত্তি করে তৈরি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামাস গত সপ্তাহে একটি চুক্তির রূপরেখা গ্রহণ করেছে বলে জানায়। এ অনুযায়ী, সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা জীবিত ইসরায়েলি জিম্মিদের মধ্যে ১০ জনকে ৬০ দিনের যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হবে। ইসরায়েল এই প্রস্তাবে সাড়া দেয়নি। পরিবর্তে হামাসকে ধ্বংস করে যুদ্ধ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেছে। পাশাপাশি উপত্যকায় সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা ৫০ জিম্মিকে মুক্তি দেওয়ার শর্তযুক্ত একটি বিস্তৃত চুক্তির ওপর জোর দিয়েছে ইসরায়েল। তবে ধারণা করা হচ্ছে, বন্দিদের মধ্যে ২০ জন জীবিত রয়েছেন।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার কাছে বিনেই নেটজারিম এলাকায় ড্রোন হামলা হয়েছে। শহরটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
তবে ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। তার আগেই আকাশে সেটি শনাক্ত করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে ড্রোনটি ছোড়া হয়। সেই ইউএভি ইসরায়েলি বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করেছে।
এর আগে ড্রোনটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে সেটি শনাক্ত করা হয়। মুহূর্তে শত্রুপক্ষের ‘বিমান’ অনুপ্রবেশ করেছে বলে নাগরিকদের বার্তা দেয় আইডিএফ। শহরে বেজে ওঠে সাইরেন।
আইডিএফ আরও জানিয়েছে, গাজা সীমান্তের কাছে বিনেই নেটজারিম এলাকায় শত্রুপক্ষের আকাশযান অনুপ্রবেশের ঘটনায় রেড অ্যালার্ট সক্রিয় করা হয়েছিল। এখন শহরটি বিপদমুক্ত। তবে ঘটনাটি বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।