ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চেষ্টা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ তথ্য জানান। খবর আলজাজিরার।
মাজেদ আল-আনসারি বলেন, ১৫ মাস ধরে চলমান সংঘাতের অবসানের জন্য আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্র ও মিসরের পাশাপাশি কাতার বহু মাস ধরে একটি চুক্তিতে ইসরায়েল ও হামাসকে আনতে মধ্যস্থতার চেষ্টা করে আসছে।
তিনি আরও বলেন, হামাস এবং ইসরায়েল উভয়ের কাছেই একটি খসড়া চুক্তি হস্তান্তর করা হয়েছে। উভয়পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়গুলোতে আলোচনা হয়েছে। এতে চুক্তির পথে প্রধান বাধাগুলো সমাধান করা হয়েছে। দোহায় বর্তমান আলোচনার অবশিষ্ট ইস্যু চূড়ান্ত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। আজ আমরা একটি চুক্তি করার সবচেয়ে কাছাকাছি পর্যায়ে আছি।
এ সময় মুখপাত্র আশা প্রকাশ করেন, যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছে। শিগগির এ ঘোষণা আসতে পারে।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাস ৪২ দিনের যুদ্ধবিরতিতে ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। কাতারের দোহায় গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া হামাস ও ইসরায়েলের হাতের পৌঁছানোর পর এ বক্তব্য প্রদান করেন ইসরায়েলি কর্মকর্তারা। যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
প্রসঙ্গত, কাতারে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চলাকালেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪৬ হাজার ৬০০-এ পৌঁছেছে। হামলায় আহত হয়েছেন আরও লাখো ফিলিস্তিনি।