গাজায় ৭ ইসরায়েলি সেনা নিহত

2 months ago 6

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার খান ইউনিস শহরে মঙ্গলবার একটি সাঁজোয়া যান বিস্ফোরণে তাদের ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সাত সেনা সদস্য নিহত হয়েছেন।

আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়, সেনারা সেখানে একটি সামরিক অভিযান পরিচালনা করছিলেন। এ সময় তাদের সাঁজোয়া যানটির সঙ্গে একটি বিস্ফোরক সংযুক্ত করে তা বিস্ফোরণ ঘটানো হয়, ফলে গাড়িতে আগুন ধরে যায়।

ঘটনাস্থলে থাকা আইডিএফ সেনারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং সাঁজোয়া যানটি সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

এছাড়া, একই দিন সন্ধ্যায় ওই ব্যাটালিয়নের আরেকজন সেনা দক্ষিণ গাজায় এক পৃথক ঘটনায় মারাত্মকভাবে আহত হন বলে জানিয়েছে আইডিএফ।

এদিকে ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেও গাজায় আগ্রাসন বন্ধ করেনি ইসরায়েল। সমানতালে অবরুদ্ধ এই উপত্যকায়ও হামলা চালিয়ে গেছে দখলদার বাহিনী। গাজার বিভিন্ন চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, সেখানে ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনের ওপর গুলি চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে আরও কমপক্ষে ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৫৬ জন ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

মঙ্গলবার রাফায় ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালালে ২৭ জন প্রাণ হারায়।

দখলদার বাহিনীর হামলায় এরই মধ্যে ৫৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৩১ হাজার ৮৪৮ জন।

সূত্র: হারেজ

এমএসএম

Read Entire Article