গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবি 

3 months ago 50

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 

এই দাবিতে সোমবার (১৯ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রধান ফটকের সামনে অবস্থান নেন। গাজীপুর থেকে ‘লংমার্চ টু ইউজিসি’ কর্মসূচির ব্যানারে শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত সেখানেই অবস্থান করেন। 

শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ’ যুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তাদের দাবি, বর্তমান নামে পরিচয় সংকটের কারণে তাদের শিক্ষা জীবন ও কর্মজীবনে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। 

পরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেকে আলোচনা করার আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইউজিসির সামনে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

এর আগে রোববার (১৮ মে) আন্দোলনরত শিক্ষার্থীরা এক বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে চলা পরিচয় সংকট তাদের একাডেমিক ও পেশাগত জীবনে অনিশ্চয়তা তৈরি করছে। বারবার আবেদন জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা ও সিদ্ধান্তহীনতা শিক্ষার্থীদের হতাশ করেছে।

২০১৬ সালে প্রতিষ্ঠিত বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয়টির প্রথম নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’। পরবর্তীতে গত ফেব্রুয়ারি মাসে সরকার বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখে। এরপর থেকেই শিক্ষার্থীরা ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ অথবা ‘বাংলাদেশ’ যুক্ত অন্য কোনো নামের দাবিতে আন্দোলন শুরু করেন।

Read Entire Article