গাজীপুরে কারখানায় আগুনে দগ্ধ একজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

5 hours ago 3

গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে এক শ্রমিক নিহত হয়েছেন। আগুনে দগ্ধ আরেক শ্রমিক মো. রনিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়েছে। রনির দেহের ২৩ শতাংশ দগ্ধ হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস নামের কারখানায় আগুন লাগে। পরে দগ্ধ অবস্থায় রনিকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আনা হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, গাজীপুরের শ্রীপুর থেকে আমাদের এখানে রনি নামের একজন এসেছেন। তার শরীরের ২৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিকেল গুদামে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের জয়দেবপুর থেকে তিনটি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।

কাজী আল-আমিন/কেএসআর/জিকেএস

Read Entire Article