গাজীপুরে খাদ্যে ‘বিষক্রিয়ায়’ দুই শিশুর মৃত্যু

2 weeks ago 15

গাজীপুরে খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সালনার টেকিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলো- ওই এলাকার মো. শাহজাহানের মেয়ে মোছা. জান্নাতুল (৪) ও গাইবান্ধার ফুলছড়ি থানার হরিচন্ডী গ্রামের শাহ আলমের ছেলে মাহিম (৪)।

মাহিমের মামা মাসুদ রানা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সালনার টেকিবাড়ি এলাকায় খেলছিল শিশু মাহিম ও জান্নাতুল। এসময় তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মাথায় পানি ঢালা হয়। অবস্থার উন্নতি না হলে তাৎক্ষণিক তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশু জান্নাতুলের বাবা শাহজাহান জানান, বেলা সাড়ে ১১টার দিকে আমি বাসায় বসে ছিলাম। হঠাৎ জান্নাতুল দৌড়ে এসে জানায় কুকুর তাদের তাড়া করেছে। কোনো কিছু বুঝে উঠার আগেই জান্নাতুল জ্ঞান হারিয়ে ফেলে। পরে জান্নাতুলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসনিন জাহান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় মাহিম ও জান্নাতুলের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, দুই শিশুর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসক প্রাথমিকভাবে বিষক্রিয়ায় কথা জানিয়েছেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

Read Entire Article