গাজীপুরে গ্রেপ্তার সাবেক এমপি চয়নকে সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর

10 hours ago 4

গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে শ্রীপুর থানা থেকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক।

তিনি বলেন, গ্রেপ্তার চয়ন ইসলামের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানকার পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

এর আগে রোববার (০৯ ফেব্রুয়ারি) গভীর রাতে গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এর আগে ছাত্র আন্দোলনের কর্মীরা বাড়িটি ঘিরে রাখেন। সংগঠনটির কর্মীরা জানান, পাঁচতলা ওই ভবনের চতুর্থ তলায় দুই মাস ধরে  চয়ন ইসলাম ও তার স্ত্রী বসবাস করে আসছেন। মূলত আত্মগোপনে থাকার জন্য তিনি ওই ফ্ল্যাটে থাকছিলেন।

জানা গেছে, চয়ন ইসলাম সিরাজগঞ্জ-৬ আসনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে যান। নভেম্বরে চাঁদাবাজির অভিযোগে আদালতে চয়ন ইসলামসহ পাঁচজনের নামে মামলা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গতরাতে চয়ন ইসলামের সঙ্গে জাহাঙ্গীর আলম (৫০) নামে শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ইয়াবা বড়ি ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। জাহাঙ্গীর শ্রীপুরের টেংরা পশ্চিমপাড়া এলাকার হোসেন আলীর ছেলে।

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সন্ধান পাওয়ার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা বলেন, একটি বিশ্বস্ত ও গোপন সূত্রে তারা সাবেক এমপির আত্মগোপনে থাকার কথা জানতে পারেন। দ্রুত খোঁজখবর করে ওই বাড়িতে সাবেক এমপির থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিষয়টি শ্রীপুর থানায় জানানো হয়।

পুলিশ রাত সাড়ে ৯টার দিকে বাড়িটিতে আসে। সেখানে আগে থেকেই অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। কিছুক্ষণের মধ্যে সেখানে আসেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও। এ সময় পুলিশ এসে পুরো বাড়ি ঘেরাও করে। সেখান থেকে রাত ১২টার দিকে চয়ন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার বর্ণনা দিয়ে এ সময় ফেসবুকে লাইভ করেন  অনেকে।  লাইভে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা পুলিশের সঙ্গে বাড়ির মূল ফটকে প্রবেশ করেন। চতুর্থ তলার ফ্ল্যাটে বেশ কিছুক্ষণ দরজা নক করার পর এক পর্যায়ে ভেতর থেকে দরজা খুলে দেন এক নারী। দরজা খুলতেই সেখানে চয়ন ইসলামকে দেখা যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দেন।

এদিকে দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ৭৯ জন ও গাজীপুর জেলায় সাবেক এমপিসহ পাঁচ থানায় ২১ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে রোববার রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২১ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫ জন, কাপাসিয়া থানায় ৩ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, কালিয়াকৈর থানায় ৩ জন ও জয়দেবপুর থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অপরদিকে, গাজীপুর মহানগরের ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ১১ জন, টঙ্গী পশ্চিম থানায় ৬ জন, পূবাইল থানায় ৫ জনসহ মোট ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে দুই দিনে ১৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Read Entire Article