গাজীপুরে তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর মহানগরের কোনাবাড়ীর আমবাগ পূর্বপাড়া নাদের আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন শরীফ উদ্দিনের তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।  সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার  দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে বলে স্থানীয় সূত্র জানায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে আগুন। ফ্যাক্টরিতে থাকা তুলা এবং অন্য কোনো মালপত্র বের করা সম্ভব হয়নি।  গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিদর্শক মোহাম্মদ মামুন কালবেলাকে জানান, আমরা ৬টার সময় খবর পাই এবং ৬টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কাশিমপুর সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটিসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে প্রায় এক ঘণ্টা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।  এর আগেও বেশ কয়েকবার আমবাগ পূর্বপাড়া এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। এ এলাকায় বারবার আগুন লাগার কারণে এলাকাবাসীও আতঙ্কিত বলে অনেকেই জানান।

গাজীপুরে তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুর মহানগরের কোনাবাড়ীর আমবাগ পূর্বপাড়া নাদের আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন শরীফ উদ্দিনের তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।  সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার  দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে বলে স্থানীয় সূত্র জানায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে আগুন। ফ্যাক্টরিতে থাকা তুলা এবং অন্য কোনো মালপত্র বের করা সম্ভব হয়নি।  গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিদর্শক মোহাম্মদ মামুন কালবেলাকে জানান, আমরা ৬টার সময় খবর পাই এবং ৬টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কাশিমপুর সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটিসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে প্রায় এক ঘণ্টা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।  এর আগেও বেশ কয়েকবার আমবাগ পূর্বপাড়া এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। এ এলাকায় বারবার আগুন লাগার কারণে এলাকাবাসীও আতঙ্কিত বলে অনেকেই জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow