গাজীপুরে তুলার গোডাউনে আগুন

2 months ago 32

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৩ নভেম্বর) রাত ১২টার দিকে টঙ্গী মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয় তুলার গোডাউনটিতে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

তারা জানায়, তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, রাতে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Read Entire Article